গলসির তিলডাঁঙা গ্রামে ঐতিহাসিক কেরাত গজল প্রতিযোগিতা

আজিজুর রহমান, গলসি : পূর্ব বর্ধমানের বুদবুদের তিলডাঙ্গা গ্ৰামে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক ইসলামিক কেরাত, গজল প্রতিযোগিতা। দুইদিন ব্যাপী ওই অনুষ্ঠানের আয়োজন করে মক্তব তাহফিজুল কুরআন ও তিলডাঁঙা গ্ৰামবাসীরা। গ্রামে এমন অনুষ্ঠানে খুশি গ্রামবাসীরা। জানা গেছে, রাজ্যের বিভিন্ন প্রান্তের মক্তব থেকে প্রায় তিনশো জন পড়ুয়া ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কমিটির সেক্রেটারি মাওলানা রহমতুল্লাহ বলেন, দু’দিন ব্যাপি গ্ৰাম ও বিভিন্ন মক্তবের ছেলে মেয়েদের নিয়ে গজল, কেরাত, মুকালামা, কুইজের প্রতিযোগিতার মাধ্যমে ওই অনুষ্ঠান করা হচ্ছে। প্রত্যেক বিষয়ের উপরে অংশগ্রহণ কারীদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ছাড়াও সকলকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি সন্ধায় ধর্মীয় জলসার আয়োজন করা হয় বলে জানান তিনি। পুরসা মসজিদের পেশ ইমাম সেখ মিনারুদ্দিন সহ আগত বহু অতিথিরা ওই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন এই ধরনের অনুষ্ঠান আয়োজনের ফলে ছাত্র ছাত্রীদের ধর্মীয় জ্ঞান যাচাই করা যাবে। ফলে মক্তব পড়ুয়ারা ভবিষ্যতে উপকৃত হবে।