সারা ভারত খেতমজুর ইউনিয়নের তরফে রাজনগরের ভবানীপুর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    সারা ভারত খেতমজুর ইউনিয়ন এর তরফে রাজনগরের ভবানীপুর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়া হল।
    এই উপলক্ষে সারা ভারত খেতমজুর ইউনিয়নের নেতাকর্মীরা একটি মিছিল করে এলাকা পরিক্রমা করেন এবং এরপর ভবানীপুর গ্রাম পঞ্চায়েত প্রধানকে ছয় দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন একশো দিনের কাজের বকেয়া মজুরি অবিলম্বে মেটাতে হবে, একশ দিনের কাজ পুনরায় চালু করতে হবে, যাদের জব কার্ড নেই তাদের জব কার্ড তৈরি করে দিতে হবে, পানীয় জলের সংকট দূর করতে হবে এবং বিরোধী দলের জনপ্রতিনিধিদের মান্যতা প্রদান করতে হবে। এই ছয় দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

    এলাকার যে ৭১ জন শ্রমিক একশো দিনের কাজের টাকা পায়নি, তাদের একটি লিস্ট পঞ্চায়েত প্রধানের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ক্ষেতমজুর ইউনিয়নের রাজনগর ব্লক কমিটির সভাপতি তথা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য উত্তম মিস্ত্রি, ক্ষেতমজুর ইউনিয়নের ব্লক সদস্য জব্বার খান, নির্মল কোড়া, সারা ভারত কৃষক সভার ব্লক সদস্য বাসুকিনাথ ভট্টাচার্য সহ অন্যান্যরা।