|
---|
আজিম শেখ, নতুন গতি, বীরভূম : আজ বীরভূম জেলা কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী বীরভূম জেলার বিভিন্ন রেলস্টেশনে সাধারন মানুষের আর্থসামাজিক পরিকাঠামোর উন্নয়নের জন্য জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা রেল সচল রাখার এবং অবিলম্বে লোকাল ট্রেন চালুর দাবীতে ডি,আর,এম, হাওড়া কে স্মারকলিপি প্রদান করা হলো। এদিন রামপুরহাট, সাইথিয়া, মুরারই, দুবরাজপুর, ও মল্লারপুর রেলস্টেশনে ষ্টেশন আধিকারিককে স্মারকলিপি প্রদান করেন। মল্লারপুর রেল স্টেশনে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে জেলা কার্যকরী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা স্মারকলিপি প্রদান করেন। উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর – ১, ২ নং এবং মহঃ বাজার ব্লকের ব্লক সভাপতিগন। এক সপ্তাহের মধ্যে ট্রেন চালানো শুরু না করলে রেল রোকো সহ বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানান জেলা কার্যকরী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা।