১০ই মার্চ ব্রিগেডের ‘জনগর্জন সভায়’ বীরভূম থেকে ১ লক্ষ তৃণমূল অংশ নেবে, রাজনগরে বললেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    ১০ই মার্চ ব্রিগেডের ‘জনগর্জন সভায়’ বীরভূম থেকে এক লক্ষ তৃণমূল অংশ নেবে, রাজনগরে বললেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী।
    তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি তথা অভিষেক ব্যানার্জির উপস্থিতিতে আগামী দশই মার্চ ব্রিগেডে জনগর্জন সভা নাম দিয়ে তৃণমূলের একটি বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জি সেই সভায় বক্তব্য রাখবেন। সেই সভাকে সফল করার লক্ষ্যে রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে রাজনগরে শনিবার বিকেলে একটি মিছিল আয়োজিত হয় ।

    এরপর রাজনগর স্টেট ব্যাংক সংলগ্ন স্থানে একটি পথসভা করা হয়। উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী, রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু , সহ-সভাপতি রানা প্রতাপ রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।


    বিধায়ক বিকাশ রায় চৌধুরী বলেন ব্রিগেডের জনগর্জন সভায় বীরভূম থেকে এক লক্ষ তৃণমূল অংশ নেবে পাশাপাশি রাজনগর ব্লক থেকেও ৩ হাজার তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত হবেন বলে তিনি আশা করেন।

    বিকাশ রায় চৌধুরী বলেন কেন্দ্রে একটি তুঘলকি সরকার চলছে। এই সরকারকে অবিলম্বে উৎখাত করতে হবে। আগামী লোকসভা নির্বাচনে বাংলার ৪২ টি আসনের মধ্যে ৪২ টিই তৃণমূল দখল করবে বলে দাবি করেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী ।