ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স সোসাইটির রাজ্য সম্মেলন।

মনোয়ার হোসেন, বর্ধমান : ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারী ব্লাড ডোনার সোসাইটি রাজ্য সম্মেলন ২ মার্চ বর্ধমান শহরে অধ্যাপক দেবব্রত রায় মঞ্চ বর্ধমান মেডিকেল কলেজ অডিটোরিয়াম হলে উদ্বোধন হলো। সম্মেলন হবে দুদিন ২ ও ৩ মার্চ । সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলা ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটি এবং বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটি। পশ্চিমবঙ্গে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে আরও সবল ও গতিশীল করার লক্ষ্যে রক্তদান কর্মকাণ্ডে যুক্ত স্বেচ্ছাসেবী সংগঠন ও নিবেদিত প্রাণদের নিয়ে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারী ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে মহতি রাজ্য সম্মেলন শুরু হল বর্ধমানে। সাধারণ মানুষকে আরো বেশি করে রক্তদান কর্মকাণ্ডে যুক্ত করা সহ রক্তদানের প্রসার ও প্রচার বাড়াতে এই সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। উক্ত সম্মেলনে সভাপতি ডাক্তার এস কে দাস পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন, উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি ডাক্তার দেবব্রত রায়, মুখ্য সমন্বয়ক মোঃ আশরাফ উদ্দিন ( বাবু), যুগ্ম সম্পাদক ফজলুল হক ও উদয় রায় , আইয়ুব আনসারী , স্বাস্থ্য ও কর্মদক্ষ বিশ্বনাথ অধিকারী, ডাক্তার সুবর্ণ গোস্বামী, ডাক্তার স্বপন বণিক, জাতীয় শিক্ষক তাপস পাল, ডক্টর সুবোধ ভট্টাচার্য, গাছ মাস্টার অরুপ চৌধুরী প্রমূখ।

    উক্ত অনুষ্ঠানে শততম রক্তদাতা প্রতিনিধিদের সম্মান জ্ঞাপন করা হয় এবং সাইকেলে সারাদেশে রক্তদানের প্রচারক জয়দেব রাউতকে সংবর্ধনা দেওয়া হয়।
    “বিন্দু বিন্দু রক্ত দিয়ে বাঁচাবো লক্ষ প্রাণ” স্লোগানকে সামনে রেখে সম্মেলনে নতুন অঙ্গীকার গ্রহণ করা হয় এবং মানবতার স্বার্থে আয়োজিত এই মহতী সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের মূল লক্ষ্য স্থির করা হয়।
    এই মহতী রাজ্য সম্মেলন আন্তর্জাতিক সম্মেলনের মর্যাদা পেল কারণ ‘বাংলাদেশ ব্লাড ডোনার ক্লাব'(বি বি ডি সি) মহাপরিচালক মহিবুল্লাহ মুহিব উক্ত সম্মেলনে আন্তর্জাতিক প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছেন , এর আগেও উনি ভরতের আসামে রক্তদান আন্দোলনের মানবিক মূল্যবোধ রক্ষায় ২০২৩ সালেও উপস্থিত হয়েছিলেন।

    যুগ্ম সম্পাদক ফজলুল হক জানালেন আগামী ৩ রা মার্চ সকাল ৮ টায় বর্ণাঢ্য পদযাত্রা বর্ধমান কোর্ট কমপাউন্ড থেকে বর্ধমান মেডিকেল কলেজ অডিটোরিয়াম পর্যন্ত অনুষ্ঠিত হবে, রক্তদান আন্দোলনের মানবিক মূল্যবোধ রক্ষায় স্বেচ্ছাসেবীদের ভূমিকা নিয়ে আলোচনা হবে, স্বেচ্ছা রক্তদান আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে পরিকল্পনা ও বাস্তবায়ন আলোচনা হবে, রক্তদান আন্দোলনের গতি বৃদ্ধি করার লক্ষ্যে আলোচনা হবে , এবং আগামী দিন রক্ত দান আন্দোলনের রূপরেখা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া আহ্বান করা হবে।
    বর্ধমান জেলা তথা পশ্চিমবাংলার স্বেচ্ছা রক্তদান আন্দোলনের মহতি কার্য যার কার্যক্রম অনস্বীকার্য তিনি মোহাম্মদ আশরাফ উদ্দিন (বাবু) তিনি বলেন মানুষ আগের থেকে অনেক সচেতন হয়েছেন রক্তদান একটি মহৎ দান এবং “বিন্দু বিন্দু রক্ত দিয়ে বাঁচাবো লক্ষ প্রাণ “এই স্লোগান প্রতিটা মানুষের কানে পৌঁছে দিতে চাই।