কাকদ্বীপে হাসপাতালের মধ‍্যেই শিশুরোগ বিশেষজ্ঞকে জুতো পেটা, মাণসিক ভাবে বিধ্বস্ত তিনি

নবাব মল্লিক, কাকদ্বীপ: চিকিৎসককে জুতোপেটার অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে । গতকাল বিকেলে ঘটনাটি ঘটে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ।

    নিগৃহীত চিকিৎসক আশিস মণ্ডল । তিনি শিশুরোগ বিশেষজ্ঞ । গত পরশু কাকদ্বীপেরই এক বাসিন্দা তাঁর সন্তানকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভরতি করেন । ওই শিশুটির চিকিৎসা করছিলেন আশিসবাবু । গতকাল হঠাৎ ওই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয় । ভুল চিকিৎসার অভিযোগ এনে এরপরই হাসপাতালে চড়াও হয় শিশুটির পরিবার । ওই শিশুর দাদু ও পরিবারের সদস্যরা আশিসবাবুর সঙ্গে তর্কাতর্কি জুড়ে দেন । তাঁর জামার কলার ধরে জুতোপেটা করা হয় । চশমাও ভেঙে দেওয়ার চেষ্টা করে রোগীর পরিবার ।

    খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ । দু’পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে । এই ঘটনার পর শিশুরোগ বিশেষজ্ঞ আশিস মণ্ডল বলেন, “আমি মানসিকভাবে বিধ্বস্ত । প্রচণ্ড আতঙ্কিত । নিরাপত্তহীনতায় ভুগছি । এরকম ঘটনা ঘটলে আমরা কাজ করব কী করে ! এটা এখন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে ।”