|
---|
খান আরশাদ, বীরভূম :
রানীশ্বর থানার আমজোড়া ব্রিজের রেলিং ভেঙ্গে নিচে পড়ল ট্রলার, ঘটনায় মৃত এক আহত এক
বীরভূম সংলগ্ন আমজোড়া ব্রিজের কাছে শনিবার সকালে ঘটে দুর্ঘটনাটি। জানা গিয়েছে একটি ট্রলার রানীশ্বরের দিক থেকে বীরভূম অভিমুখে আসছিল। সে সময় ওই ট্রলারটি রানীশ্বরে একটি বাইক আরোহীকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। এরপরই ট্রলার চালক ট্রলারটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় রানীশ্বর থানার অন্তর্গত আমজোড়া ব্রিজের উপর উঠে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং এ ধাক্কা মারে এবং নিচে পড়ে যায় ট্রলারটি।
ঘটনায় গুরুতর আহত হয় ওই ট্রলার চালক। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় রানীশ্বর থানার পুলিশ। মৃত বাইক চালক এবং আহত ট্রলার চালককে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।