|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: “নিজেও বাঁচুন অপরকে বাঁচান, সাবধানে গাড়ি চালান”- হ্যাঁ, এই শ্লোগান কে সামনে রেখে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি শুরু হয় রাজ্য ব্যাপী।যার বাস্তবায়নের দায়িত্ব কাঁধে তুলে নেন পুলিশ।
নিয়মিত সচেতনতা মূলক অনুষ্ঠান হিসেবে পালন করা চলছে। অনুরূপ ভাবে শনিবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং খয়রাশোল থানা পুলিশের আয়োজনে সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি পালনের মাধ্যমে জনগণের কাছে পথ সচেতনতার বার্তা তুলে ধরেন।বিভিন্ন ধরনের সচেতনতা মূলক শ্লোগান সম্বলিত প্লেকার্ড,ফেস্টুন, ব্যানার সহ রঙবেরঙের বেলুনে সুসজ্জিত ট্যাবলো সহযোগে পদযাত্রা করা হয়।
খয়রাসোল থানা চত্বর থেকে গোষ্ঠ ডাঙ্গা,স্থানীয় বাজার ও বাসষ্ট্যান্ড সহ গ্রাম এলাকা ও পরিক্রমা করা হয়।সাধারন মানুষের মধ্যে পথ সচেতনতা বাড়াতে যে সমস্ত কথা শ্লোগানের মাধ্যমে মুখরিত হয়ে ওঠে,যেমন হেলমেট পরে গাড়ি চালান,মদ্যপান করে গাড়ি না চালাবেন না,স্কুল,
হাসপাতালের সামনে হর্ণ বাজাবেন না ইত্যাদি বিষয়ে অবগত করানো হয়। এদিন পদযাত্রার অগ্রভাগে ছিলেন বীরভূম জেলা ট্রাফিক ডি এস পি আখতার আলি,খয়রাশোল থানার ও সি সঞ্চয়ন ব্যানার্জী,এ এস আই প্রশান্ত ব্যানার্জী, এ এস আই আব্দুল সামাদ সহ থানার অন্যান্য পুলিশ ও সিভিক ভলিন্টিয়ার।উল্লেখ্য বীরভূম জেলা পুলিশের উদ্যোগে জেলার সর্বত্র,প্রায় প্রতিনিয়ত সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হচ্ছে,পথ দূর্ঘটনা এড়াতে, জীবন হানি রুখতে এ প্রয়াশ জারি রয়েছে।