মেমারি পৌরসভা নির্বাচন উপলক্ষে কৃষ্টি হলে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা করা হয়।

সেখ সামসুদ্দিন : ১৯ ফেব্রুয়ারি, মেমারি পৌরসভা নির্বাচন উপলক্ষে মেমারি কৃষ্টি প্রেক্ষাগৃহে তৃণমূল কংগ্রেসের একটি কর্মীসভা করা হয়। প্রধান বক্তা ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, সভাধিপতি শম্পা ধারা জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী, বিধায়ক মধুসূদন ভট্টাচার্য‍্য, বিধায়ক অলোক মাঝি, বিধায়ক খোকন দাস, সহ-সভাধিপতি দেবু টুডু, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, জেলা পরিষদের কর্মাধ‍্যক্ষ বাগবুল ইসলাম, মোহাম্মদ ইসমাইল, মহিলা নেত্রী চন্দনা মাঝি, জামালপুর ব্লক সভাপতি মেহমুদ খান, পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন বিষয়ী সহ তৃণমূল কংগ্রেসের ১৬ জন প্রার্থী। কৃষ্টি হলে কানায় কানায় পূর্ণ ছিল নেতা ও কর্মী-সমর্থকের উপস্থিতি। সকল প্রার্থীকে অরূপ বিশ্বাস উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। স্বপন দেবনাথ বলেন প্রার্থীরা জয়ী হয়ে যেন কর্মীদের ভুলে না যান। এদিন অরূপ বিশ্বাস কর্মী সমর্থকদের উদ্দেশে পরিষ্কার বার্তা দেন ১৬ জন প্রার্থীই হচ্ছেন মমতা ব্যানার্জী এবং আমাদের নেতাকর্মীরা সকলেই মমতা ব্যানার্জীর সৈনিক। সুতরাং যারা প্রার্থী হওয়ার দৌড়ে ছিলেন হতে পারেননি তাঁরা হয়তো আগামী দিনের থাকবেন। দল করতে গেলে প্রার্থী হলে কাজ করব না হলে করব না এ চলবে না। আর যারা দল বিরোধী কাজ করছে বা নির্দল প্রার্থী হয়েছে তাদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে। সুতরাং আপনারা সকলে একযোগে কাজ করুন দলের সৈনিক হিসেবে এটাই ছিল মূল বার্তা এবং মেমারি পুরসভাকে ১৬-০ করতে হবে এই বার্তা দিয়ে যান।