|
---|
নতুন গতি মুর্শিদাবাদ:
হাতে গোনা মাত্র আর কোটা দিন তার পরেই বিধানসভা নির্বাচন তার আগেই জলঙ্গীতে সৌমিক হোসেনের হাত ধরে তৃণমূলে যোগদান।
যোগদানের পাশাপাশি তীব্র গরমকে উপেক্ষা করে জলঙ্গি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আব্দুর রাজ্জাকের নির্বাচনী জনসভা করলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কো-অর্ডিনেটর সৌমিক হোসেন।
গ্রীষ্মের প্রখর দাবদাহকে উপেক্ষা করে বৃহস্পতিবার জলঙ্গি বিধানসভার জোড়তলা বাজারে নির্বাচনী প্রচার সারলেন রানীনগর বিধানসভার তৃণমূল প্রার্থী সৌমিক হোসেন এই কেন্দ্রের প্রার্থী আব্দুর রাজ্জাক, জলঙ্গি ব্লক দক্ষিণ জোনের তৃণমূল সভাপতি রাকিবুল ইসলাম রকি সহ জেলা ও ব্লক তৃণমূল, ছাত্র-যুব নেতৃত্ব।আজকের এই নির্বাচনী জনসভার ফাকে সাধারণ মানুষের মুখোমুখি হয়ে আব্দুর রাজ্জাক জানান তিনি জিতে এলে যেটুকু কাজ অসম্পূর্ণ আছে তা সম্পন্ন করবেন ও সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। এদিন সৌমিক হোসেনকে দেখতে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকের ভিড় ছিলো চোখে পড়ার মতো।আজকের এই যোগদানকে আগামী বিধানসভা নির্বাচনে জয়ের অক্সিজেন বলে মনে করছেন প্রার্থী আব্দুর রাজ্জাক।