SSC নিয়োগে দুর্নীতি সহ একগুচ্ছ দাবি নিয়ে রাতভোর খোলা আকাশের নীচে অনশনে ভবিষ্যতের শিক্ষক শিক্ষিকারা

নিজস্ব সংবাদাদাতা, কলকাতা:

    SSC নিয়োগে দুর্নীতি সহ একগুচ্ছ দাবি নিয়ে কলকাতা প্রেস ক্লাবের সামনে অনশনে ভবিষ্যতের শিক্ষক শিক্ষিকারা। আজ অনশনের দ্বিতীয় দিন। অনশনকারি দের দাবি তাদের মেয়ো রোডস্থিত গান্ধীমূর্তির নিচে অবস্থান করতে পুলিশ বাধা দেওয়াই তারা প্রেস ক্লাব এর সামনে অবস্থান শুরু করে যেটা সন্ধ্যেবেলা অনশনের রুপ নেয়।

     

    এই অনশনে অংশ নেয় কয়েকশো নবম-দ্বাদশ শ্রেণীর SSC নিয়োগের ওয়েটিং লিস্টে থাকা ও ফিজ্যিক্যাল-ওয়ার্ক এডুকেশনের চাকুরিপ্রার্থীরা।

    SSC যুব ছাত্র অধিকার মঞ্চের তরফ থেকে জানানো হয় বিগত ২০১৭ সালের ২৭ শে নভেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণীর এবং ১২ ই মার্চ ২০১৮ নবম-দশম শ্রেণীর তালিকা বের হয়।তারপরে বারবার জেলাস্তরে ডি আই অফিস, বিকাশ ভবন ও আচার্য সদনে বারবার ডেপুটেশন দেওয়ায় কোনো পদক্ষেপ সরাকারের তরফ থেকে নেওয়া হয়নি বলে একাংশের অভিযোগ।

    “সাত বছরের ইনসাফ চাই, আপ টু ডেট ভ্যাকান্সি সহ নিয়োগ চাই ” ব্যানার সহ অনেক চাকুরীপ্রার্থী মায়েদেরও অনশনের ভীড়ে দেখা যায়।
    কলকাতা গ্যজেট অনুসারে নিয়োগ অনুপাতের হারের অমান্য, তালিকায় পুরোপ্রাপ্ত নম্বর কিছু প্রকাশিত না হওয়ায় তাদের মনে ধোঁয়াশা থেকে যায় বলে অনশনকারিরা জানান।

    নতুন করে ইস্কুলে ইন্ট্রানশিপ কিংবা অবসারপ্রাপ্ত দের নিয়োগের কথা বলার আগে বেকার দের নিয়ে ভাববার দরকার আছে সরকারের বলে জানান অনশনকারিরা।

    সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ না নেওয়া অব্ধি তারা এভাবেই অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন অনশনে থাকা চাকুরীপ্রার্থীরা।

    উল্লেখ্য, নমব-দশমের কৃষ্ণা দাস ও একাদশ-দ্বাদশের মইদুল ইসলাম নামের দুই অসুস্থ চাকরিপ্রার্থীকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।