দিদির নির্দেশে অন্যান্য বিধানসভার মতো শান্তিপুর বিধানসভায়ও দিদিকে বলো কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, শান্তিপুর: দিদির নির্দেশে পেয়ে সাংবাদিক সম্মেলনের পর আজ থেকেই বিধায়ক অরিন্দম ভট্টাচার্য বাড়ি বাড়ি পৌছে দিলেন দিদির সঙ্গে যোগাযোগ নম্বর এবং ওয়েবসাইট।
দিদিকে বলো কর্মসূচি নিয়ে আজ নদীয়ার শান্তিপুর বিধানসভা তৃণমূল ভবনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করলেন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। তিনি বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে জনপ্রতিনিধিরা প্রতিটি গ্রামে শহরের মানুষের কাছে পৌঁছে তাদের সমস্যা নিয়ে আলোচনা করবেন। মীমাংসা করার চেষ্টা করবেন। পাশাপাশি স্থানীয় সম্মানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে অভিমত নেবেন। যে সমস্যা সমাধান করা যাবে না সেটা তারা দিদিকে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে বিধায়ক অরিন্দম ভট্টাচার্য, শহর তৃণমূলের সভাপতি অরবিন্দ মৈত্রকে সঙ্গে নিয়ে আজ থেকেই বাড়ি বাড়ি মানুষের কাছে পৌঁছে দিলেন দিদির সঙ্গে যোগাযোগ নম্বর এবং ওয়েবসাইট। যার মাধ্যমে তাদের মতামত বা সমস্যা থাকলে লিখিতভাবে তারা অভিযোগ জানাতে পারেন। মূলত জনসংযোগের উদ্দেশ্যে এই কর্মসূচি। আপাতত একশ দিন ধার্য করে চলবে এই প্রক্রিয়া। দিদিকে বলো ছাপানো টি শার্ট পড়ে গ্রাম শহরে ঘুরবে একটি ২২ জনের দল, দিদিকে বলো নামাঙ্কিত নাম্বার কার্ড, মোবাইল কভার স্টিকার তারা পৌঁছে দেবে বুথে বূথে। এমনকি বিধায়কের গাড়ির পিছনেও বড় পোস্টার লাগানো দেখা গেল।