ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত এঁর দেগঙ্গায় শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠান ও সম্প্রীতি সভা

ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত এঁর দেগঙ্গায় শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠান ও সম্প্রীতি সভা
নতুন গতি, ফুরফুরা শরীফ: ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত (এ) এঁর দেগঙ্গা থানা শাখা কমিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠান ও সম্প্রীতি সমাবেশ হয় উত্তর ২৪পরগনা জেলার দেগঙ্গায়। শীতবস্ত্র অনুষ্ঠানে জাতী, ধর্ম, বর্ন নির্বিশেষে সমস্ত গরীব অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন দেগঙ্গা থানা শাখা কমিটির সদস্যগন।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের কর্নধার পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন এবং বলেন নাগরিকত্ব সংশোধন আইন (CAA) অসংবিধানিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষী যে আইন কার্য্যকর হলে দেশের সম্প্রীতি ও সৌহার্দ্য নষ্ট হতে পারে তাই এই কালা আইনকে কোনভাবেই মেনে নেওয়া যাইনা। বর্তমান সরকার সংবিধানকে অবমাননা করেই চলেছে যার বিরুদ্ধে জাতি, ধর্ম ও বর্ন নির্বিশেষে সকলকে একত্রিত হয়ে আন্দোলন করতে হবে।নাগরিকত্ব সংশোধন আইন অপামর ভারতবাসীর জন্য দূর্ভাগ্যজনক এই আইনে শুধুমাত্র মুসলিমরা ক্ষতিগ্রস্থ হবেনা সমস্ত ভারতীয় নাগরিককে রাতারাতি বিদেশি না হওয়ার জন্য প্রমান দিতে হবে এটা হল স্বাধীন ভারতের সংবিধানের উপর সব থেকে বড় হামলা যে হামলায় ভারতের ধর্মনিরপেক্ষতা প্রশ্নের সম্মুক্ষীন।
তিনি আরও বলেন, রাজ্য সরকারকে কেরলের অনুকরনে বিধানসভায় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিল পাশ করতে হবে এবং রাজ্যে এন. পি. আর কে স্থগিত নয় বাতিল করতে হবে ।তিনি প্রশ্ন করেন কেরল যদি পারে তাহলে বাংলার সরকার কেন পারবেনা ?
আগামীদিন যদি বিধানসভায় বিল না পাশ করা হয় তাহলে তিনি বাংলার দলিত, আদীবাসী সহ সকল সংবিধানপ্রেমী মানুষদের নিয়ে শান্তিপূর্ন গনতান্ত্রিক আন্দোলন করবেন বলে জানাই।
উক্ত সমাবেশে ফুরফুরা শরীফ় আহলে সুন্নাতুল জামতের কর্নধার পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ২৪পরগনা জেলা সভাপতি পীরজাদা বাইজিদ আমিন সাহেব, শামসুর মল্লিক সাহেব, কুতুবউদ্দিন ফাতেহী, মুসা করিমউল্লাহ ছাড়াও সংগঠনের গুরুত্বপূর্ন সদস্য এবং বিশিষ্ঠ সমাজসেবীগন।