|
---|
নিজস্ব প্রতিনিধি; হলদিয়া: আগামী ১২ই মে তমলুক লোকসভা কেন্দ্রের নির্বাচন। তাই নির্বাচনী বিধি মেনে ভোট প্রচারের শেষ দিনে অর্থাৎ, গতকাল শুক্রবার হলদিয়ায় তৃণমূল ছাত্র ও যুব যৌথ উদ্যোগে দিব্যেন্দু অধিকারীর সমর্থনে প্রচারের ঝড় তুলল।
পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে হলদিয়া শহরের দূর্গাচকে এবং মঞ্জুশ্রীতে এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। গতকালের ওই পদযাত্রায় কয়েক হাজার তৃণমূল ছাত্র ও যুব কর্মীদের অংশ গ্রহণ করতে লক্ষ্য করা গিয়েছে।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী অন্বেষা জানা ও হলদিয়া শহর যুব তৃণমূলের কার্যকরী সভাপতি অর্ণব দেবনাথ এছাড়াও ছিল দলের অনান্য নেতৃত্বরা।