|
---|
নিজস্ব সংবাদদাতাঃ তবেকি ভোটের অপর নাম উন্নয়ন?টি সোনারপুর স্টেশন রোডের। প্রায় দু-বছরের বেশি হতে চলছে একি অবস্থা, তেমন কোন পরিবর্তন নেই রাস্তার তবে প্রায় কাজ হয়েই চলেছে। রাস্তাটির অবস্থা এতটাই করুন যে প্রায় সময় দূর্রঘটনা লেগেই থাকে। বিশেষত বর্ষায় রাস্তার চেহারায় বদলে যায়।
তাহলে প্রশ্ন হচ্ছে কাজের গতি কবে ফিরবে? আর রাস্তার কাজ কবেইবা শেষ হবে? এই উত্তর খুজছিলাম আমরা তবে জন-সাধারাণ এর কাছে এটির সঠিক উত্তর জানতে চাওয়ায় তারা নিরুত্তর। তানারা আশাবাদী রাস্তা মেরামতের কাজ এই শেষ হলো বোলে। এক এলাকাবাসী হরমরিয়ে বলেই ফেল্ল ভোটের জন্য এত তরিঘোরি। এলাকাবাসী প্রশাসনের দারস্থ হয়েছে বহুবার।