|
---|
মিজানুল কবির, কলকাতা : কারতারপুর করিডর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে শুরু হয়েছিল কথাবার্তা। কেন্দ্রীয় সরকার এই ইস্যুতে এক মধ্যস্থতাকারিকেও আগেভাগে নিয়োগ করেছেন।আলোচনায় বসা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে।আজ সেই ইস্যু নিয়ে শুরু হল প্রথম মিটিং।মিটিংটি অনুষ্ঠিত হচ্ছে আত্তারি-ওয়াঘা সীমান্তে।প্রসঙ্গত উল্লেখ্য পুলয়ামা হামলার পর ভারত – পাকিস্তান সম্পর্ক প্রায় গরম হয়েউঠেছিল। লোকসভা ভোটের আগেভাগে এই আলোচনা কতটা ফলপ্রসূ হবে সেইদিকে তাকিয়ে ভারতবাসী।