২০১৯-র লোকসভা ভোটের নির্বাচনী প্রস্তুতি সভাতে সাংসদ প্রতিমা মন্ডল

সানওয়ার খান, কুলতলি – গত তিন দিন আগে ঘোষণা হওয়া আসন্ন লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রসের রাজ্যের ৪২ টিই আসনের প্রার্থী তালিকা। জয়নগর লোকসভা কেন্দ্রের ঘোষিত প্রার্থী প্রতিমা মণ্ডল আজ কুলতলী কেন্দ্রে কর্মীদের নিয়ে নির্বাচনী প্রস্তুতি সভা করেন। সাত টি বিধানসভা নিয়ে জয়নগর লোকসভা, একটি কুলতলি। গত নির্বাচনে প্রতিমা মন্ডল প্রায় ১ লক্ষ ৯ হাজার ভোটে আর.এস.পি পর্থী নিমাই বর্মন কে পরাজয় করিয়ে ছিলেন। এবং দীর্ঘ পাঁচ বছর পর আবারও তিনি প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন জয়নগর বিধান সভা কেন্দ্রে।

    এবং তিন দিন এর মধ্যেই আজ নিজ কেন্দ্রের কুলতলিতে কর্মী সমর্থক দের নিয়ে নির্বাচনী প্রস্তুতি সভা করলেন তিনি। দেওয়াল লিখন ও প্রচার মিছিল এর মধ্যে দিয়ে শুরু করলেন তিনি ২০১৯ এর লোকসভা নির্বাচনের যাত্রা। এদিন পার্থী ছাড়াও উপস্থিত ছিলেন কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি গোপাল মাঝি, জেলা পরিষদের সদস্যা পারমিতা কয়াল, পঞ্চায়েত সমিতির সদস্যা প্রণতি মাঝি সহ দলের অন্যান্য নেত্রীত্য বৃন্দ।

    বিরোধী পক্ষ সম্পর্কে তার মতামত জানতে চাওয়ায় পার্থী জানান, তাদের কোনো অস্তিত্বই থাকবে না। এত দিন তিনি যে ভাবে দলের কাজ করেছেন ভবিষ্যতেও একই ভাবে মুখ্য মন্ত্রীর প্রকল্প গুলি কে বাস্তবায়িত করে যেতে। সভাপতি গোপাল মাঝি বলেন এখানে বিরোধীরা বুথ এজেন্ট খুঁজে পাবেনা।

    কুলতলি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গণেশ মন্ডল জানান আমাদের নেত্রী যাকে পার্থী নির্বাচন করে পাঠিয়েছেন তাকে আগের থেকে এই নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়লাভ করবো।