২৫ তম বর্ষে ভারতরঙ্গ মহোৎসব

সুবিদ আলি মোল্লা, নতুন গতি : ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের নাট্যগোষ্ঠীর সঙ্গে তাল মিলিয়ে মসলন্দপুর পদাতিক মঞ্চে ২১ ফেব্রুয়ারী,২০২৪ ভারত রঙ্গ মহোৎসবে শামিল হল ‘ইমন মাইম’। এই উপলক্ষে মছলন্দপুর পদাতিক মঞ্চে অনুষ্ঠিত হলো মছলন্দপুর ইমন মাইম সেন্টারের অণু নাটক “আমাদের ভারত বিকশিত ভারত”। ন্যাশনাল স্কুল অফ ড্রামা আয়োজিত ভারতবর্ষের সর্ববৃহৎ নাট্য উৎসব “ভারত রঙ্গ মহোৎসব”-এর এবছর ছিল ২৫ তম বর্ষ। এই উপলক্ষে সারা ভারতের ২০০০ এর বেশি নাট্য দল ভারত রঙ্গ মহোৎসবের অন্তর্গত বিশেষ আয়োজন “জন ভারত রঙ্গ”-এ অংশগ্রহণ করে। মছলন্দপুর ইমন মাইম সেন্টার-ও এই আয়োজনের শরিক হিসাবে নিজ উদ্যোগে নির্মিত পদাতিক মঞ্চে মঞ্চস্থ করল অণু নাটক “আমাদের ভারত বিকশিত ভারত”। ধীরাজ হাওলাদার-এর পরিচালনায় মোট ২২জন কলাকুশলী এই নাটকে অংশগ্রহণ করেন। অভিনয়ে বিশেষভাবে উল্লেখ করার মত অনুপ মল্লিক, শ্রেয়া দাস, সৃজা হাওলাদার, সায়ন প্রামাণিক, সুজিত বণিক-রা।