বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে আদিবাসী পাড়ায় স্বাস্থ্য ও রক্তদান শিবির

হাসান লস্কর, সুন্দরবন, দক্ষিণ চব্বিশ পরগনা:দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অধীনে বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে কুলতলি থানা ও চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায়-কুলতলি বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মন্ডলের সহায়তায় বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালীর উপস্থিতিতে বিনা বায়ে স্বাস্থ্য শিবির ও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল জয়নগর দুই নম্বর ব্লকের চুপড়িঝাড়া আদিবাসী পাড়ায়। নারী পাচার, বাদাবন ধ্বংস, বাল্যবিবাহ, স্কুল ছুট, ইঁদুর দ্বারা ক্ষতিরোধের জন্য চাষের জমিতে বিদ্যুৎবাহী তারের প্রয়োগ-বিষয়ক সচেতনতা শিবির। যেখানে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী, ক্যানিং এসডিপিও রাম মন্ডল, বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌতম চক্রবর্তী, কুলতলী বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মন্ডল, কুলতলী থানার আইসি সতীনাথ চট্টরাজ, চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কনিকা ভূঁইয়া,এই রক্তদান শিবিরে ১৫০ এর অধিক রক্তদাতা এখানে রক্তদান করেন । আদিবাসী নৃত্যের মাধ্যম দিয়ে ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার।

    পাঁচ শতাধিকএই স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করেন কুলতলী জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালের একাধিক চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা এখানে অংশগ্রহণ করেন। এলাকায় পুলিশ আধিকারিক ও জনপ্রতিনিধি সহ গুণীজনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।