রাজনগরে আদিবাসীদের কৃষি সরঞ্জাম প্রদান

 

    খান আরশাদ, বীরভূম :

    পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেড এর উদ্যোগে রাজনগরের আলিগড়ে আদিবাসী কৃষকদের কৃষি সরঞ্জাম বিতরণ করা হল।
    পশ্চিমবঙ্গ তপশিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর উন্নয়ন ও অর্থ নিগমের ব্যবস্থাপনায় রাজনগর ব্লকের পাঁচটি অঞ্চলের ৩০ জন ল্যাম্পস এর আদিবাসী কৃষক সদস্যকে জমিতে স্প্রে করার মেশিন প্রদান করা হলো। এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ এখন চাষের দিকে ঝুঁকেছেন। তারা যেন ঠিকঠাক ভাবে চাষ করতে পারেন, সেই লক্ষ্যেই ব্যাটারি চালিত এই স্প্রে মেশিন প্রদান করা হলো। উপস্থিত ছিলেন রাজনগরের BDO শুভাশিস চক্রবর্তী, রাজনগরের ADA অভিজিৎ মন্ডল, রাজনগর ল্যাম্পস লিমিটেডের ম্যানেজার বনমালী ঘোষ, রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা সাহা, সহ-সভাপতি পরিমল সাহা, তপশিলি জাতি-উপজাতি দপ্তরের আধিকারিক সন্তোষ মন্ডল, গাংমুড়ি-জয়পুর গ্রাম পঞ্চায়েত উপ-প্রধান মলয় ভট্টাচার্য, পঞ্চায়েত সদস্য দেবীসিং হাঁসদা, সহদেব কিস্কু, প্রদীপ বাগদি, সমাজসেবী আদিত্য সাহা প্রমুখ।