বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আবৃত্তির কর্মশালা।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির ব্যবস্থাপনায় ও পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় শুরু হয়েছে তিন দিনের আবৃত্তি বিষয়ক কর্মশালা। বর্ধমান ডিভিশনের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম জেলা থেকে এই আবৃত্তি বিষয়ক কর্মশালায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এই কর্মশালার প্রারম্ভে স্বাগত ভাষণ দেন পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতিক আধিকারিক রাম শংকর মন্ডল। পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল জানান, এই কর্মশালা উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঞ্চার হয়েছে। জেলাগুলি থেকে পঞ্চাশ জনের অধিক ছাত্র-ছাত্রীরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মশালা চলবে। আবৃত্তির প্রচার ও প্রসার ঘটানোর জন্য সরকারিভাবে যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এই কর্মশালায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কবিতা আকাদেমির রাজ্যের ভারপ্রাপ্ত সচিব মান্দারকানতা মহালনবিশ। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন পশ্চিমবঙ্গ কবিতা একাডেমীর সদস্য প্রণতি ঠাকুর। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ললিত কোনার প্রমুখ। এই কর্মশালায় ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন। ২৫ ফেব্রুয়ারি কর্মশালার শেষ দিনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে।