১১ দফা দাবিতে খয়রাশোলে বিডিওকে বিক্ষোভ বিধায়ক সহ বিজেপি কর্মীদের

 

     

    ১১দফা দাবি নিয়ে খয়রাশোলে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। বীরভূমের দুবরাজপুর বিধানসভার অন্তর্গত খয়রাশোল বিজেপি বিধায়কের কার্যালয় থেকে বিজেপির কর্মী সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল শুরু করেন এবং খয়রাশোল বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। ১১দফা দাবীর ভিত্তিতে বিজেপির এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন দুবরাজপুর বিধানসভার বিজেপির বিধায়ক অনুপ কুমার সাহা। খয়রাশোল ব্লকের জব কার্ডের ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করা, সাধারণ মানুষকে জবকার্ড প্রদানের ক্ষেত্রে সমস্ত রকম স্বজন পোষণ বন্ধ করা, খয়রাশোল পঞ্চায়েত সমিতি এবং অধীনস্থ সমস্ত গ্রাম পঞ্চায়েতের সকল প্রকার নির্মাণকার্য সিডিউল অনুযায়ী সম্পাদন করা, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরের সমস্ত প্রকার কাজের ক্ষেত্রে বিরোধী দলের মেম্বারদেরকে এবং বিরোধী দলনেতাকে গুরুত্ব প্রদান করা , খয়রাসোল ব্লকের এলাকাধিন দুটি কয়লা খনিতে স্থানীয় ব্লকের বেকার যুবক-যুবতীদের কাজে নিয়োগ করা, বালিঘাটে জেসিবি মেশিন দিয়ে লোডিং করার পরিবর্তে স্থানীয় শ্রমিকদের দিয়ে কাজ করানো, খয়রাশোল ব্লক এলাকায় সমস্ত প্রকার চোরা চালান এবং অবৈধ কয়লা কারবার বন্ধ করা।
    এসব দাবির ভিত্তিতেই বিজেপি নেতাকর্মীরা বিক্ষোভ দেখান। এদিন ডেপুটেশন প্রদান অনুষ্ঠানে বিধায়ক অনুপ কুমার সাহা সহ উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক টুটুন নন্দী, খয়রাশোল বিজেপির মন্ডল সভাপতি কৃষ্ণ গড়াই ও রথীলাল সিংহ, সুধন বাউরি প্রমুখ ।