|
---|
নিজস্ব সংবাদদাতা : অষ্টম শ্রেণির ছাত্রকে অপহরণ করে খুনের অভিযোগে ধৃত তিন দশম শ্রেণিতে পাঠরত বন্ধু। শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ এক কিশোরের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় কৃষ্ণনগরের কোতয়ালি থানা এলাকায়। মৃত কিশোরের নাম বিজয় রায়, বয়স ১৪। কৃষ্ণনগরের ঘূর্নি এলাকার বাসিন্দা ওই কিশোর ঘূর্ণি হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় বিস্কুট কেনার নাম করে বাড়ি থেকে বের হয়। গভীর রাত পর্যন্ত বাড়িতে ফেরেনি সে। রাত একটা নাগাদ ওই কিশোরের মা কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করে কোতোয়ালি থানার পুলিশ। ইতিমধ্যে শনিবার দুপুরে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে বাড়িতে জানানো হয় তিন লক্ষ টাকা মুক্তিপণ দিলে তবেই ছেলেকে ফেরত পাবে। বিষয়টি পরিবারের লোকজন পুলিশকে জানান।এরপরই ফোন নম্বরের সূত্র ধরে ওই এলাকার বাসিন্দা দশম শ্রেণির তিন বন্ধুকে আটক করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পর তারা স্বীকার করে শুক্রবার রাত ন’টা নাগাদ তারা ওই কিশোরকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে পুকুরের জলে ফেলে দিয়েছে। এমনকী খুন করার আগে ওই কিশোরের ইচ্ছামতো তাকে রসগোল্লা ও কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো হয়।ধৃতদের সঙ্গে নিয়ে পুলিশ কৃষ্ণনগরে হিজুলি এলাকার একটি পুকুর থেকে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই কিশোরকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ধৃত ওই তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ জানার চেষ্টা করছে কোতয়ালি থানার পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে এই খুন। কিন্তু মুক্তিপণ চাওয়ার আগেই কেন খুন করল তা নিয়ে উঠছে প্রশ্ন।