|
---|
নিজস্ব সংবাদদাতা : দিল্লীতে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে মৃত সামসেরগঞ্জের দুই শ্রমিকের বাড়ি এলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার রাত ১০ টা নাগাদ মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধূলিয়ান আসেন তিনি। মৃত শুভঙ্কর রায় এবং গোকুল মন্ডলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের হাতে আর্থিক ক্ষতিপূরণ বাবদ সরকারের পক্ষ থেকে ২ লক্ষ টাকা, সাংসদ খলিলুর রহমানের পক্ষ থেকে ১ লক্ষ টাকা এবং সাগরদীঘির বিধায়ক বাইরন বিশ্বাসের পক্ষ থেকে১ লক্ষ টাকা, এবং ধূলিয়ান পৌরসভার পক্ষ থেকে৫০ হাজার টাকা নিয়ে মোট সাড়ে চার লক্ষ টাকার চেক তুলে দেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও পরীযায়ী শ্রমিকের চেয়ারম্যান সামিরুল ইসলাম উপস্থিত ছিলেন।