প্রাক্তন স্ত্রীর নতুন সংসার জেনে একের পর এক এলোপাথাড়ি কোপ মেরে খুন

নিজস্ব সংবাদদাতা :দাম্পত্য অশান্তির জেরে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন দু’জন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিবাহবিচ্ছেদ হয়েছে প্রায় তিন মাস। আবার নতুন করে সংসার করার সিদ্ধান্ত নিয়েছিলেন মহিলা। কিন্তু সেই খবর প্রাক্তন স্বামীর কানে পৌঁছতেই বিপত্তি। তিনি প্রাক্তন স্ত্রীর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন বলে অভিযোগ। অস্ত্রের এলোপাথাড়ি কোপে রক্তাক্ত হন বধূ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন আত্মীয়রা। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মুর্শিদাবাদের ইসলামপুর থানার মোহনপুর এলাকার ঘটনা। এই ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, মৃতার নাম শাহনাজ বিবি (৪২)। তাঁর প্রাক্তন স্বামীর নাম বাবু শেখ। দু’জনেই একই এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানাচ্ছেন, বছর খানেক আগেই শাহনাজের সঙ্গে বিয়ে হয় বাবুর। কিন্তু বিয়ের পর থেকেই দু’জনের মধ্যে অশান্তি লেগে থাকত। শাহনাজকে শারীরিক অত্যাচার করা হত বলেও অভিযোগ। শেষ পর্যন্ত শাহনাজ বিবাহবিচ্ছেদের মামলা করেন আদালতে। পরে আদালতের নির্দেশে বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তার পর গত তিন মাস ধরে আলাদা থাকেন দু’জনে।

     

    শনিবার হঠাৎ শাহনাজের বাড়িতে চড়াও হন তাঁর প্রাক্তন স্বামী বাবু। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তাঁর হাতে ছিল ধারালো অস্ত্র। একের পর এক এলোপাথাড়ি কোপ মারেন প্রাক্তন স্ত্রীকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় শাহনাজের।এই ঘটনা প্রসঙ্গে মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সুরিন্দর সিংহ বলেন, ‘‘ময়নাতদন্ত করা হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।’’