মুমূর্ষু রোগীর রক্তদানে রক্তদানে এগিয়ে এলেন মসজিদের ইমাম

 

     

    মুমূর্ষু রোগীর রক্তদানে রক্তদানে এগিয়ে এলেন মসজিদের ইমাম

    আসিফ রনি , নতুন গতি, বহরমপুর : এবার মুমূর্ষু রোগীকে রক্ত দান করে নজির গড়লেন লালগোলা গোডাউন মোড় মসজিদের ইমাম।

    বছর চল্লিশের তাহেরা বিবি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের বাসিন্দা। গতকাল শনিবার রক্তশূন্যতা,আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক জানান জরুরি রক্তের প্রয়োজন। দীর্ঘ খোঁজাখুঁজির পরেও তার গ্রুপের রক্তের সন্ধান পাওয়া যাচ্ছিল না। একদিকে যেমন জেলাজুড়ে রক্ত সংকট শুরু হয়েছে ঠিক অন্য দিকে যানবাহনের সমস্যা।
    তাহেরা বিবির পরিবার রক্তদাতা খুঁজে ক্লান্ত হয়ে কোন এক মাধ্যমে মানব কল্যাণে রক্তদান গ্রুপের এডমিন আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করলে আশ্বাস দেন রক্তের ব্যবস্থা হয়ে যাবে৷ তিনি তৎক্ষণাৎ মাওলানা আব্দুস সালামকে ফোনে সমস্ত ঘটনা বললে তিনি রক্তদানে রাজি হয়ে যান । সঙ্গে সঙ্গে জঙ্গিপুর ব্লাড ব্যাংকে এসে রক্ত দান করেন।

    জানা গিয়েছে বছর সাতাশের ওই যুবকের নাম মাওলানা আব্দুস সালাম। বাড়ি মুর্শিদাবাদের কান্দিতে। কর্মসূত্রে তিনি লালগোলা গোডাউন মোড় মসজিদের ইমাম। আরো জানা গেছে ওই যুবক সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এভাবে আপদে-বিপদে ছুটে যান মানুষের পাশে।
    একজন ইমামের এমন মহান কাজে খুশি তাহেরা বিবির পরিবার ও এলাকাবাসী।