সেচ কার্যের সুবিধার জন্য রাজনগরের গাংমুড়ি-জয়পুর অঞ্চলে চেকড্যাম তৈরির শুভ সূচনা

 

    খান আরশাদ, বীরভূম:

    গাংমুড়ি-জয়পুর পঞ্চায়েত এলাকায় চেক ড্যাম তৈরির শুভ সূচনা করলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। রাজনগর ব্লক এলাকায় একমাত্র বৃষ্টির জলের উপর নির্ভর করে চাষবাস হয় এই পরিস্থিতিতে বর্তমান রাজ্য সরকারের আমলে এলাকায় চাষের সুবিধার জন্য বেশ কিছু চেকড্যাম, সেচপুকুর ও ইন্দারা তৈরি করা হয়েছে। এরকমই একটি চেক ড্যাম গাংমুড়ি-জয়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভালুকসুন্দী মৌজায় করা হচ্ছে। শনিবার এই চেক ড্যাম তৈরীর কাজের শুভ সূচনা করলেন রাজনগর পঞ্চায়েত সুকুমার সাধু । সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পরিমল সাহা, পঞ্চায়েত উপ-প্রধান মলয় ভট্টাচার্য সহ অন্যান্যরা। চেকড্যামটি তৈরি হলে এলাকার চাষীদের চাষ করার অনেক সুবিধা হবে বলে জানিয়েছেন পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু।