করোনা নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন মুরার‌ইয়ের দুই স্বেচ্ছাসেবী সংস্থার

 

    নতুন গতি নিউজ ডেস্ক- পশ্চিমবঙ্গ সরকার করোনা আটকাতে কোমর বেঁধে মাঠে নেমেছে। সরকারের তরফ থেকে চলছে নানা রকম সচেতনতা কর্মসূচি। সেই কর্মসূচিতে পিছিয়ে নেই বাংলার স্বেচ্ছাসেবী সংস্থা গুলোও। বৃহস্পতিবার করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতনতা করতে দেখা গেল মুরারই থানার নিন্দা- প্রতিবাদ ওয়েলফেয়ার সোসাইটি ও পাটাগাছি সূর্যদয় ওয়েলফেয়ার সোসাইটি নামক দুটি সংস্থা কে। সংস্থার পক্ষ থেকে কিছু স্যানিটাইজার, মাস্ক এলাকায় বিতরণ করা হয়। সাথে লিফলেট ও ব্যানার বানিয়ে এলাকার বিভিন্ন যানবাহনে লাগিয়ে সচেতনতার বার্তা দেন। নিন্দা ও প্রতিবাদ গ্রুপের সম্পাদক আব্দুল মান্নান এর কথায় সারা দেশজুড়ে আতঙ্ক চলছে , আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।তাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য। এদিন উপস্থিত ছিলেন সংস্থার পক্ষ হতে মফিজুল শেখ, মেহেবুব হক,শামীম হোসেন এছাড়াও সংস্থার আরও সক্রিয় সদস্যরা।