চলো আকাশ ছুঁয়ে দেখি

    মোঃ নাওয়াজ শরীফ, নতুন গতি:
    চলো আকাশ ছুঁয়ে দেখি।
    চলো বাংলাদেশটা কে বুকের মাঝে ধারণ করি।
    চলো কারো কান্নায় আহাজারি করি।
    চলো কারো ভালোবাসায় উচ্ছসিত হই।

    “” কানে কানে শুনিয়ে যায় কে সে বাণী “”

    চলে এসো বন্ধু মাটির টানে।
    তারুন্যের জোয়ারে ভাসবে তুমি।
    ভালো লাগার সুর বাঁজবে তোমার মনে।
    আর বাঁধন হারা হবো আমি মুক্তির গানে।
    এটাই তো তোমার দেশ, এটাই আমার দেশ।
    আমাদের “ভালোবাসার বাংলাদেশ”।

    সুন্দর বাণীটি কার ?

    তার নাম গুরু এতেশাম। তিনি লাভগুরু নামেও পরিচিত ছিলেন। গতানুগতিক উপস্থাপনার বাইরে যিনি কথার জাদুতে মুগ্ধ করে রেখেছেন লাখো কোটি দর্শক শ্রোতাকে। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত ভিডিও আমার-এ লাভগুরু হিসেবে কাজ করেছেন এবং জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি ঢাকা এফএম-এ গুরু হিসেবে জনপ্রিয় অনুষ্ঠান ‘ভালবাশার বাংলাদেশ’ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। তিনি ক্যাপিটাল এফএম-এ ও গুরু হিসেবে ‘ভালোবাসা উইথ গুরু এহতেশাম’ নামে অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন।

    তিনি রেডিও আমার-এ লাভগুরু নামে পরিচিত ছিলেন কিন্তু ঢাকা এফএম-এ গরু এতেশাম নামে পরিচিত। বর্তমানে তিনি বাংলাদেশের উপস্থাপনার জগতে বিখ্যাত রোল মডেল। এছাড়া তিনি টিভিতে ও উপস্থাপনা করতেন। তার মধ্যে উনার প্রশংসিত কিছু কাজ হচ্ছে বাংলাদেশের বৃহৎ রিয়ালিটি শো ‘হোম মেকার অফ দি ইয়ার’ এবং আরটিভিতে ‘লাভ লাউঞ্জ’ নামে একটি অনুষ্ঠান। বর্তমানে এফএম জগত থেকে দূরে আছেন, তবে বাংলাভিশন টিভি তে ‘মিউজিক ক্লাব’ নামে একটি সাপ্তাহিক অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। উনার সঙ্গে কথা বলে জানা যায় খুব শীঘ্রই তিনি এফএম জগতে ফিরে আসবে।