বত্রিশবিঘাগ্ৰামের বিত্রিশবিঘা সংগঠনী সংস্থার পরিচালনায় সূবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন ও ফুটবল প্রতিযোগিতা

রাহুল রায়, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বত্রিশবিঘাগ্ৰামের বিত্রিশবিঘা সংগঠনী সংস্থার পরিচালনায় সূবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শনিবার। উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী সুনীল কুমার মন্ডল, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খাঁন, জামালপুর মহাবিদ্যালয়ের অধ্যাপক কার্তিক চন্দ্র মুখার্জী, পূর্ত কর্মধ্যক্ষ ভুতনাথ মালিক, ক্লাবের সভাপতি ও সদস্যরা। একদিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। গ্ৰামবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।