খেজুরীতে নবধারার শান্তির বার্তা

শেখ আরেফুল , তমলুক :রক্তিম আভায় যখন দিকে দিকে রঙ্গিন হতে শুরু করেছে, ঠিক সেই সময় পুলওয়ামায় ভারতীয় সৈনিক রা নিজের রক্তে রাঙ্গিয়ে দিয়েছিল এই বসন্ত কে। সেই সব শহীদ সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে সমীর ডান্স ও কালচারাল একাডেমীর উদ্যোগে ও নবধারা পরিচালনায় হেঁড়িয়া তে 24 /03 /2019 রবিবার হয়ে গেল এক “অন্য বসন্ত” শীর্ষক অনুষ্ঠান। যেখানে প্রভাত ফেরীর মাধ্যমে বসন্ত উদযাপন এবং এর সাথে সাথে স্মরণ করা হয় বীর শহীদদের।নবধারার দুই কর্ণধার সমীর পন্ডা ও গুরুদাস পন্ডা (রুদ্র) আমাদের প্রতিনিধি শেখ আরেফুল কে জানান যে , হেঁড়িয়া অঞ্চলে সুস্থ সংস্কৃতির পাশাপাশি দেশের প্রতি কর্তব্যবোধ এর পুষ্টির জন্য আজকের এই আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেজুরীর সাহিত্য সংস্কৃতি চর্চার সাথে যুক্ত বহু গুণীজন, এঁদের মধ্যে হেঁড়িয়া তদন্ত কেন্দ্রের আই.সি অভিজিৎ পাত্র , জেলা পরিষদ সদস্য বিমান কুমার নায়ক, খেজুরী সাহিত্য সম্মিলনী’র সম্পাদক ড. বিষ্ণুপদ জানা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক রাজকুমার সামন্ত, বিশিষ্ট চিকিৎসক ডা: উত্তম গুড়িয়া, খেজুরী লায়ন্স ক্লাবের সম্পাদক শুভেন্দু কামিলা, খেজুরীর আঞ্চলিক ইতিহাস গবেষক সুদর্শন সেন, সাংস্কৃতিক ব‍্যক্তিত্ব দেবকুমার গুড়িয়া , সমাজসেবী সৌমেন গুড়িয়া ও রামকৃষ্ণ ঘোড়াই প্রমুখ মহাশয় গণ।