ইনসাফ যাত্রর সমর্থনে বাইক মিছিল মেমারিতে।

নূর আহমেদ, মেমারি : ১৯ অগ্রহায়ন। যৌবনের ডাকে জনগের ব্রিগেড, কাজ ও শিক্ষার অধিকার বুঝে নাও, দুর্নীতি বাজ, দাঙ্গাবাজ হঠাও, দেশ বাঁচাও রাজ‍্য বাঁচাও। এই দাবি নিয়ে ডি ওয়াই এফ আই মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির ডাকে রবিবার সকাল ৯ নাগাদ মেমারি চকদিঘী মোড় লড়ি ইউনিয়নের সামনে থেকে ইনসাফ যাত্রার সমর্থনে একটি বাইক র‍্যালি শুরুহয়। পাঁচটা গ্রাম পঞ্চায়েত ও একটি পৌরসভা। প্রায় ৩০ কিলোমিটার রাস্তা গ্রাম গজ্ঞ ও শহর পরিক্রমা করে ইনসাফ যাত্রর দাবি গুলি যুব সমাজ ও র‍্যালির মধ‍্য দিয়ে শহর গ্রাম গজ্ঞে বাইক মিছিলের আওয়াজে ছড়িয়ে দেওয়াও হচ্ছে। লড়ি ইউনিয়ের সামনে ডি ওয়াই এফ আই কর্মীরা জমায়েত হয়। শুরুর আগে সেখানে বক্তব্য রাখেন, যুব নেতা সেখ রউফ। ইনসাফ যাত্রার র‍্যালিতে ছিলেন, যুব সম্পাদক তন্ময় মণ্ডল, যুব নেত্রী অন্তরা, দত্ত, অভ্র শুর, ও অন‍্যান‍্য নেতৃবৃন্দ। ৩ নভেম্বর কোচ বিহার থেকে ইনসাফ যাত্রা শুরু হয়ে রাজ‍্যের সব জেলা ঘুরে ৭ জানয়ারি ইনসাফ যাত্রা ব্রিগেড সমাবেশের মধ‍্য দিয়ে শেষ হবে। আগামী ২৪ শে নভেম্বর মেমারিতে ইনসাফ যাত্রা বিকাল ৪ টার সময় আসবে। এই ইনসাফ যাত্রার সমর্থনে এদিন বাইক র‍্যালির আয়োজন করেন ডি ওয়াই এফ আই।এবং মেমারিতে রাত্রি যাপন। ডি ওয়াই এফ আই মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির যুব সম্পাদক তন্ময় মণ্ডল তার বক্তব্যে বলেন।