ফেরি থিয়েটার ফেস্টিভাল ২০২৩

সুবিদ আলি মোল্লা, নতুন গতি : শিল্প সংস্কৃতির শহর গোবরডাঙ্গায় শিল্পায়ন নাট্য সংস্থার নিজস্ব প্রেক্ষাগৃহে ফেরি থিয়েটার ফেস্টিভাল ২০২৩ এর
উদ্যোগে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ নাট্য উৎসব। গত ১৮ ই নভেম্বর ২০২৩ হিমেল সন্ধ্যায় দর্শকদের মনে উষ্ণতার আমেজ এনে দেয় স্বপ্নচর নাট্য সংস্থা আয়োজিত মোঃ সেলিম নির্দেশিত রবি ঠাকুরের কবিতা এলারামের ঘড়ি অবলম্বনে নাট্য অনুষ্ঠান। বর্তমান অস্থির সময়ের ছবি ফুটে ওঠে নাটকের পরতে পরতে। এর পরের আকর্ষণ ছিল শিল্পাঞ্জলি নাট্য সংস্থার উদ্যোগে বাংলার ঐতিহ্য বাহী পুতুল নাচ। পরিচালনায় সোমা মজুমদার। এ দিনের সর্বশেষ আকর্ষণ ছিল চাঁদপাড়া অ্যাক্টো নাট্য সংস্থার উদ্যোগে নাট্যানুষ্ঠান ছাঁচ ভাঙ্গার গান। অনুষ্ঠান পরিচালনায় সুভাষ চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠান দর্শকদের মন ছুঁয়ে যায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বাংলা নাট্য একাডেমীর সদস্য আশীষ চট্টোপাধ্যায়, রফি উদ্দিন,সুভাষ চক্রবর্তী মহাশয় ও গোবরডাঙ্গা থানার অফিসার ইনচার্জ অসীম পাল । সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মোঃ সেলিম।