আন্তর্জাতিক গৃহপরিচারিকা দিবসে সম্মানিত হলেন দমদমের ভূমি কন্যা মিলি দাস

লু তুব আলি : আন্তর্জাতিক গৃহপরিচারিকা দিবসে সম্মানিত হলেন দমদমের ভূমি কন্যা মিলি দাস। আন্তর্জাতিক গৃহ পরিচারিকা দিবস উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর টি ইউ সি সি দপ্তরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ট্রেড ইউনিয়ন কোঅর্ডিনেশন সেন্টার রাজ্য শাখার অনুগামী স্বেচ্ছাসেবী সংগঠন সহায়িকা র উদ্যোগে এই অনুষ্ঠানে দমদমের ভূমি কন্যা ও বিশিষ্ট কবি মিলি দাস কে সংবর্ধিত করা হয়। নেতাজি জন্মবার্ষিকী উদযাপন কমিটি ও তাঁকে সম্মাননা জ্ঞাপন করেন। সমাজে পরিচারিকাদের ভূমিকা যে অপরিসীম তা এই অনুষ্ঠানে শতাধিক পরিচারিকাদের উপস্থিতিতে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সবিস্তারে ব্যাখ্যা করেন। মিলি দাস সমাজে পরিত্যক্ত, লাঞ্ছিত, অবাঞ্চিত মহিলাদের জীবন কথা তাঁর লেখনীর মাধ্যমে ফুটিয়ে তোলেন। সেই কারণেই এই ঐতিহ্যপূর্ণ দিনটিতে মিলি দাস কে বিশেষভাবে সম্বর্ধিত করা হয়। অতিসম্প্রতি মেঘালয়ের তু রাতে অনুষ্ঠিত সর্বভারতীয় মহিলা কবি সম্মেলনে মিলি দাস সুলভ সাহিত্য একাডেমি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন কোঅর্ডিনেশন সেন্টারের রাজ্য সভাপতি রবীন্দ্রনাথ চক্রবর্তী, এসপি তিওয়ারি, রুপা চক্রবর্তী, মলি দাস প্রমুখ।অন্যদিকে উল্টোডাঙ্গা লুথেরান অফিস প্রাঙ্গণে আন্তর্জাতিক গৃহ শ্রমিক দিবস পালন করা হয়। উদ্যোক্তা ছিল কলকাতা গৃহশ্রমিক অ্যাসোসিয়েশন। গৃহশ্রমিক দিবসের তাৎপর্য করেন টি ইউ সি সি র রাজ্য শাখার সভাপতি রবীন্দ্রনাথ চক্রবর্তী, সংগঠনের নেতৃত্ব রুপা চক্রবর্তী খান, মিনু সমাদ্দার ও সম্পাদিকা বৃহস্প। তি পাত্র প্রমুখ।