নন্দীগ্রামে অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ নবান্ন হলো শস্যভিত্তিক একটি লোকউৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার-অনুষ্ঠান ও উৎসব পালিত হয়,নবান্ন তার মধ্যে অন্যতম। নবান্ন শব্দের অর্থ হলো নতুন অন্ন। নবান্ন উৎসব হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষ্যে আয়োজিত উৎসব। আজ পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামে অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব। নবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামের সমস্ত দেবদেবীর পূজা করা হয়। সেই উপলক্ষে মন্দিরে পূজা দিলেন রায়পাড়ারবাসীরা। নবান্ন উৎসবে মেতে ওঠেন সকল গ্ৰামবাসীরা।