দুবরাজপুরে লাল ঝড়, শাসকের চোখ রাঙ্গানি উপেক্ষা করেই এগিয়ে চলেছেন কমরেডরা

নিজস্ব সংবাদদাতা- চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা সমেত দেশের বহু রাষ্ট্রায়ত্ত শিল্প বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। শনিবার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে পদযাত্রা, যার পোশাকি নাম লং মার্চ, শুরু হয়েছে চিত্তরঞ্জন থেকে। শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক, মহিলা সকলে তাতে পা মেলিয়ে চলেছেন।

    ১১ ডিসেম্বর এই মিছিল কলকাতায় পৌঁছবে।বীরভূম জেলার পদযাত্রা বক্রেশ্বর থেকে পানাগড়। ৩ডিসেম্বর পানাগড়ে মূল লঙ মার্চের সঙ্গে মিশবে এই পদযাত্রা। এই বারের ‘লং মার্চ’-এর উদ্যোক্তা বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনগুলি। বামফ্রন্ট ও কংগ্রেস তাদের সব শাখা সংগঠনকেই পদযাত্রায় সামিল হতে বলেছে। মোট ২৮৩ কিলোমিটার পথ ১২ দিনে অতিক্রম করার ফাঁকে রাতের বিরতি থাকবে এক ডজন জেলা শহর ও মফস্সলে। সেখানে স্থায়ী পদযাত্রীদের থাকার ব্যবস্থা হয়েছে বাম ও কংগ্রেস কর্মী-সমর্থকদের বাড়িতে বাড়িতে। দুবরাজপুর ব্লকের কমরেড স্বপন মুখার্জি জানান আমাদের লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ভারতবর্ষের রাষ্ট্রীয় সংস্থাগুলোকে বেসরকারীকরণে বিরুদ্ধে, বেকারত্বের বিরুদ্ধে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আমাদের লড়াই সবসময়ই জারি থাকবে।