|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: নমোর কথা মেনে বিজেপির সবাই চৌকিদার হয়ে গেলেও তিনি হতে পারবেন না বলে জানিয়ে দিলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই তিনি ফের খবরের শিরোনামে।
থান্থি টিভি নামে এক তামিল সংবাদচ্যানেলকে সাক্ষাত্কার দিতে গিয়ে তিনি বললেন, ‘আমি চৌকিদার হতে পারব না। কারণ আমি একজডন ব্রাহ্মণ। আমি নির্দেশ দেব আর চৌকিদাররা সেই নির্দেশ পালন করবে।’