|
---|
আসিফ আলম, নতুন গতি, বহরমপুর:গত বৃহস্পতিবার হোলির দিনে হরিয়ানার গুরুগ্রামে এক মুসলিম পরিবারে উগ্র হিন্দুত্ববাদীরা হামলা করে বেধড়ক ভাবে পিটিয়ে পিটিয়ে প্রায় অর্ধ মৃত্যু করে করে ফেলে। এমনকি এ হামলা থেকে বাদ পড়েনি বাড়ির শিশুরা থেকে নিয়ে মহিলা পর্যন্ত। গতকাল সে আহত পরিবারের সঙ্গে দেখা করেন SDPI এর কেন্দ্রীয় নেতৃত্ব বৃন্দ।উপস্থিত হয়েছিলেন জেনারেল সেক্রেটারি আব্দুল মাজেদ এবং ন্যাশনাল সেক্রেটারি ডাঃ. তাসলীম রাহমানি । তিনারা এ হামলার নিন্দা করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তাদের পাশে থাকার এবং সর্ব সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন।