|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের প্রার্থী সুনীল কুমার মন্ডল-এর সমর্থনে শনিবার কাটোয়া ২নং ব্লক শ্রীবাটী অঞ্চল তৃনমূল কংগ্রেসের কমিটির পক্ষ থেকে প্রস্তুতি মিছিল হলো নন্দীগ্রামে। নন্দীগ্রামে রায়পাড়া তৃনমূল কংগ্রেস কার্যালয় থেকে মিছিলটি শুরু হয় রেজপাড়া, পূবপাড়, হরিগাছতলা, বামুনপাড়া, নতুনপুকুরপাড়, আদিবাসীপাড়া, সামন্তপাড়া, শিবতলা প্রাঙ্গনে এসে মিছিলটি শেষ হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত। তৃনমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।