ব্রেকিং নিউজ: কোচবিহার রাসমেলা ময়দান থেকে নারায়ণী সেনা গঠনের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নতুন গতি ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার কোচবিহার রাসমেলা মাঠে পরিবর্তন যাত্রার সূচনা উপলক্ষে জনসভায় অমিত শাহ বলেন। কোচবিহার রাসমেলা ময়দান থেকে নারায়ণী সেনা গঠনের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    এছাড়াও বীর চিলা রায়ের নামে সেনাবাহিনীর ট্রেনিং সেন্টার- এর নামকরণ করা হবে। পাশাপাশি তিনি বলেন, রাজবংশী সমাজের সংস্কৃতি বিকাশের জন্য ৫’শ কোটি টাকা খরচ করে রাজবংশী সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে। দু’শ পঞ্চাশ কোটি টাকা খরচ করে কোচবিহার পঞ্চানন বর্মা মূর্তি স্থাপন করা হবে।

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার সফরে এসে রাজবংশী ভোটব্যাঙ্কের দিকে নজর রেখে পুলিশের নারায়নী ব্যাটেলিয়ান তৈরীর কথা ঘোষণা করেন। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রীর কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী নারায়ণী সেনা গঠনের ঘোষণা রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ।