|
---|
নতুন গতি সংবাদদাতা, মালদা: গনি খানের নাম ভাঙিয়ে আর কতদিন চলবেন?” এমন ক্ষোভের মুখে পড়ে ডালুবাবু সেদিন মেজাজ হারিয়ে আঙুল তুলে চিৎকার চেচাঁমেচি জুড়ে দিয়েছিলেন। শুক্রবারও জালালপুরের ঘটনার ভিডিও ছবি কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুক ও হোয়াটসঅ্যাপ—সহ সোশ্যাল মিডিয়ায়। কালিয়াচক থানার জালালপুরে বিক্ষোভের মুখে পড়েন কংগ্রেস প্রার্থী ডালুবাবু। শুক্রবার প্রচারে বেরিয়ে আবারও বিক্ষোভের মুখে পড়লেন দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আবু হাসেম খানচৌধুরী (ডালু)। এবার নিজের গড় সুজাপুর বিধানসভা এলাকার জালালপুরে তিনি ভোটারদের প্রশ্নের মুখে পড়েন। দক্ষিণ মালদার বিদায়ী সাংসদ তথা কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে যে প্রশ্নটি বারবার তুলেছে তৃণমূল, সেটিই তাঁকে সামনে পেয়ে প্রকাশ্যে বলে ফেলছেন গ্রামবাসীরা। উল্লেখ্য, ইংরেজবাজারের অমৃতি এলাকায় টোটোয় চেপে ভোট প্রচারে গিয়ে মালদা দক্ষিণ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ডালুবাবুকে সরাসরি শুনতে হয়েছে। টোটোয় বসে থাকা কংগ্রেস প্রার্থীকে দীর্ঘক্ষন ধরে ঘিরে রাখেন জালালপুর গ্রামের শতাধিক মানুষ। বিক্ষোভকারী গ্রামবাসীদের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কালঘাম ছুটেছে কংগ্রেস প্রার্থী ডালুবাবুর। তাঁর নিরাপত্তা রক্ষীরা বিক্ষোভকারী গ্রামবাসীদের শান্ত করার মরিয়া চেষ্টা চালান। কিন্তু বিক্ষোভকারীরা বিভিন্ন দাবি নিয়ে তাদের অবস্থানে অনড় থাকেন। পরিস্থিতি বেগতিক দেখে জালালপুর গ্রামের নির্বাচনী প্রচার বন্ধ করে ফিরে আসতে হয় কংগ্রেস প্রার্থীকে। ডালুবাবু বলেন, “এসবই হচ্ছে তৃণমূলের চক্রান্ত। যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা তৃণমূলের পোষা গোলাম। এর আগেও আমি জালালপুর গ্রামে এসেছি । কিন্তু তখন মানুষ আমাকে দুইহাত তুলে আশীর্বাদ করেছেন। এদিন কিছু তৃণমূলী চক্রান্ত করে এই কাজ করেছে । বিষয়টি নির্বাচন কমিশনের কাছে তুলে ধরব।”যদিও এই প্রসঙ্গে মালদা জেলা যুব তৃণমূল সভাপতি অম্লান ভাদুরি বলেন, “আসলে ডালুবাবুর পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। উনি নির্বাচনী প্রচারে যেখানেই যাচ্ছেন গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন। বিগত দিনে সাংসদ হওয়ারপর ডালুবাবুকে এলাকায় দেখতে পান নি সাধারণ মানুষ । সেই ক্ষোভ তো থাকবেই গ্রামবাসীদের। এদিনের বিক্ষোভের বিষয়টি নিয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন কংগ্রেস প্রার্থী। এদিন দুপুরে টোটো চেপে কালিয়াচকের জালালপুর, ফতেখানি, দুয়ানিগ্রাম, সেলিমপুর-সহ বেশ কয়েকটি এলাকায় নির্বাচনী প্রচার করেন কংগ্রেস প্রার্থী আবু হাসেম খানচৌধুরী (ডালু)। জালালপুর গ্রামে নির্বাচনী প্রচার করতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন ডালুবাবু । প্রায় ৪০ মিনিট সময় ধরে বিক্ষোভকারী গ্রামবাসীরা কংগ্রেস প্রার্থীর টোটো আটকে এলাকার উন্নয়নের ব্যাপারে কৈফিয়ত তলব করেন ডালুবাবুর কাছে। এদিন বিক্ষোভকারী গ্রামবাসী নিজামুদ্দিন শেখ, আজিম শেখদের বক্তব্য, “পাঁচ বছরের মধ্যে আমরা এলাকার সাংসদকে দেখতে পাইনি। গ্রামে অনেক সমস্যায় ছিল। তিনি একবারের জন্যও গ্রামের সমস্যার খোঁজ নেননি। সেই ক্ষোভ এতদিন চাপা ছিল। কংগ্রেস প্রার্থীকে সামনে পেয়ে গ্রামবাসীরাতাদের ক্ষোভ উগরে দিয়েছেন। আমরা গনিখান সাহেবকে চিনি। তাকে শ্রদ্ধা করি । উনার নাম ভাঙিয়ে বারবার ভোট নেবেন এটা মেনে নিব না। তাই উনাকে বিক্ষোভ দেখানো হয়েছে। গ্রামে প্রচারে বাধা দেওয়া হয়েছে।