জাতীয় ক্রীড়া দিবস পালিত কালিয়াচকে

নতুন গতি প্রতিবেদন: অনুষ্ঠানের মাধ্যমে বৃহস্পতিবার কালিয়াচকের টার্গেট পয়েন্ট (আর) মিশনের উদ্যোগে পালিত হলো জাতীয় ক্রীড়া দিবস। চলতি বছরে টার্গেট পয়েন্ট আর স্কুল নতুন একটি মাঠ চালু করেছে। সেই নতুন মাঠে নতুন উদ্যোমে সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয়।

    আবৃতি, সঙ্গীত, আলোচনা চক্রের পাশাপাশি বিকেলে অভিভাবক ও স্কুলের টিচারদের মধ্যে প্রদর্শনীমূলক ফুটবল টুর্নামেন্ট হয়। প্রধান শিক্ষক উজির হোসেন বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষার সার্বিক বিকাশ ছাড়া একটি দেশ জাতি ও সমাজ এগিয়ে যেতে পারেনা। শিক্ষার প্রয়োজন সবচেয়ে বেশি দরকার। ছাত্র-ছাত্রীদের প্রতিদিন প্রার্থনা লাইনে দাঁড়িয়ে প্রতিদিনের গুরুত্বপূর্ণ কোন খবর বা দিনের তাৎপর্য তুলে ধরা হয়। এদিন জাতীয় ক্রীড়া দিবস ও পালিত হল। অনুষ্ঠানে ক্রীড়া শিক্ষক কল্লোল রায়, ছাড়া ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিকিৎসক ও প্রবীণ ক্রীড়াবিদ দিবস সিনহা, অভিভাবক, সহ অনেকেই।