|
---|
নিশির কুমার হাজরা, বীরভূম: বৃহস্পতিবার সকালে বীরভূমে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণে ভেঙে পড়ল গোটা পাকা গোয়ালবাড়ি। যদিও ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। বীরভূমের সদাইপুর থানার রাঙ্গুনিয়া গ্রামের তৃণমূল সভাপতি শেখ বদরুজার বাড়িতে আজ সকালে বিস্ফোরণ ঘটে বলে সূত্রের খবর। বিস্ফোরণের জেরে কেঁপে উঠল গোটা এলাকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই তৃণমূল নেতার মেয়ে হাইতুন্নেসা খাতুন সাহাপুর পঞ্চায়েতের তৃণমূল পরিচালিত প্রধান। আজ সকালে হঠাৎ বিস্ফোরণে তার গোটা পাকা গোয়ালবাড়ি ভেঙে পড়ে। বাড়ির ভিতর মজুত বোমা থেকেই এই বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। তবে ওই মজুত বোমা থেকেই বিস্ফোরণ নাকি, খারাপ উদ্দেশ্যে বাইরে থেকে বোমা মেরে কেউ এই বিস্ফোরণ ঘটিয়েছে কিনা তা খতিয়ে দেখছে সদাইপুর থানার পুলিশ।
অন্যদিকে সদাইপুর থানার পুলিশ আজ বিকালে প্রাক্তন তৃণমূল বুথ সভাপতি সেখ বদরুজাকে বাড়িতে বোমা মজুতের অভিযোগে গ্রেফতার করেছে বলে জানা গেছে।