|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: বাগনানের বাসিন্দা পেশায় পুষ্টিবিদ বছরের ২৩ এর দেবযানী সরকারের জন্মদিন উপলক্ষ্যে উনার নিজের উদ্যোগেই জন্মদিন এর দিন থ্যালাসেমিয়া রোগীর সাহায্যর্থে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সকল রক্তদাতাদেরকে দেবযানী দেবী নিজ খরচায় নিজ উদ্যোগে চারা গাছ ও পুষ্টিকর জনিত খাবার তুলে দেওয়া হয়। ওইদিন দেবযানী দেবীর উপলক্ষ্যে প্রায় ৩০জন মতন রক্তদান করেন।দেবযানী বলেন বর্তমান পরিস্থিতিতে থ্যালাসেমিয়া রোগী বা অন্যান্য মুমূর্ষু রোগীরা যাতে ঠিক মতন করে রক্ত পায় সেইজন্য আমার জন্মদিনে আমার এই ছোট প্রয়াস। এর পাশাপাশি দেবযানী কয়েকমাস আগে একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে নিজের মাথার চুল কেটে দান করেন বলে জানান দেবযানী।