৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মেমারি ব্লক অফিস জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক মধূসুদন ভট্টাচার্য

সেখ সামসুদ্দিন, ১৫ আগষ্টঃ মেমারির বিধায়ক ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মেমারি ব্লক অফিসের সামানে জাতীয় পতাকা উত্তোলন করেন। তারপরে মেমারি নতুন বাসস্ট‍্যান্ডে শহর তৃণমূল কংগ্রেস কমিটির আয়জিত অনুষ্ঠানে নেতাজী মূর্তির সামনে পতাকা তোলেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, শহর সভাপতি অচিন্ত‍্য চ‍্যাটার্জী, জেলা সাধারণ সম্পাদক সুপ্রিয় সামন্ত ও স্বপন ঘোষাল, ব্লক সহ সভাপতি সন্দীপ পরামানিক ও মহঃ সাজাহান, শহর সহ সভাপতি আশিষ ঘোষদস্তিদার, ব্লক প্রাথমিক শিক্ষক সংগঠনের কলানবগ্রাম চক্রের সভাপতি মহঃ জাহাঙ্গীর, যুব শহর সভাপতি সৌরভ সাঁতরা, ছাত্র সভাপতি রাহুল দেব ঘোষাল, ছাত্র সহ সভাপতি সুরজ মন্ডল, সংখ‍্যা লঘু সভাপতি ফারুক আব্দুল্লা সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। নেতাজী মূর্তিতে মাল‍্যদান করেন বিধায়ক, শহর সভাপতি, পুরসভার সহ প্রশাসক। এখান থেকে শহরের খেলা দিবস উপলক্ষ্যে মেমারি ফুটবল এ‍কাডেমীর বালক বালিকা ফুটবলারদের হাতে মশাল তুলে দেন বিধায়ক। এই মশাল দৌড় শেষ হয় জিটিরোড চকদিঘি মোড়ে বিবেক মূর্তির পাদদেশে। তারপর মায়েরকোল পাড়ায় প্রতিবন্ধী কল‍্যাণ সমিতি আয়োজিত অনুষ্ঠানে পতাকা তেলেন বিধায়ক, এক প্রতিবন্ধকে হুইল রিক্সা প্রদান করেন ও একটি নবনির্মিত ক্লাবের উদ্বোধন করেন। পরস্পর মেমারি এডুকেয়ার ফাউন্ডেশনের অফিসে, রাজ সংঘ ক্লাবে, উদয়ন ক্লাবে, বিবেকানন্দ ইয়ংস কর্ণার ও রাজমিস্ত্রী ইউনিয়নের পতাকা তোলেন বিধায়ক। এদিন বিধায়ক থেকে অন‍্যান‍্য নেতৃত্ব বীর শহীদদের স্মরণ করেন, জাতীয় সঙ্গীত পরিবেশন করেন এবং শুধু একদিনের জন‍্য নয় সর্বদা তাদের স্মরণ করতে হবে, তাদের অবদান ভুললে চলবে না। তারা না এগিয়ে এলে আমরা পরাধীনতার মধ‍্যেই পড়ে থাকতাম বলে বক্তব‍্য রাখেন।