পাইকরে কংগ্রেসের গন ডেপুটেশন

 

    নিজস্ব সংবাদদাতা- বৃহস্পতিবার একগুচ্ছ দাবি নিয়ে পাইকর -১ নম্বর গ্রাম পঞ্চায়েতে গণ ডেপুটেশন দিল পাইকর অঞ্চল কমিটি। 100 দিনের কাজ,নিকাশি নালা সংস্কার, কাট মানি, গ্রামাঞ্চলে যেসব মানুষ গুলো এখনো ঘর পায়নি তাদের ঘরের বন্দোবস্ত, ঠিকাদারদের দুর্নীতি মুক্ত কাজ,সমস্ত কৃষকদের কিষান মান্ডিতে ধান কেনার বন্দোবস্ত। ইত্যাদি বিষয়গুলোর উপর ভিত্তি করে ডেপুটেশন দেওয়া হয়। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ ইকবাল জানান বাংলাকে দুর্নীতিগ্রস্তরা দিন দিন গ্রাস করছে আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। বর্তমানে কেন্দ্রীয় সরকার মিথ্যা প্রতিশ্রুতির বন্যা বইয়ে গলা টিপে হত্যা করছে ভারতের ঐতিহ্যকে। সংবিধানের অবমাননা করছে। ধর্মের জিকির তুলে কালিমালিপ্ত করা হচ্ছে ভারতের সংসদ ভবন কে।