|
---|
আজিজুর রহমান,গলসি : গলসি ১ নম্বর ব্লকের গলিগ্রাম প্রাইমারি স্কুলে কর্মীসভা করলেন ব্লক তৃণমূল সভাপতি জনার্দ্দন চ্যাটার্জ্জী। একুশে জুলাই ধর্মতলা চলো এই বিষয়কে সামনে রেখে এদিন কর্মী বৈঠকে করলেন তিনি। সভায় একুশে জুলাই এর তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখলেন স্থানীয় তথা ব্লক তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি জনার্দ্দন চ্যাটার্জ্জী সহ ব্লক যুবনেতা দোলন দত্ত, অঞ্চল তৃণমূল নেতা লালন সেখ, কাজল মল্লিক, কাজল চ্যাটার্জ্জী, সহ এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। সভামঞ্চ থেকে এদিন ব্লক সভাপতি সকলকে ট্রেনে করে ধর্মতলায় যাবার আহব্বান জানান। পাশাপাশি সামনেই পঞ্চায়েত নির্বাচন থাকায় সবাইকে মিলে মিশে দলের কাজ করার ডাক দেন।