|
---|
নিজস্ব প্রতিনিধি : এবার মুকুল রায়ের নাম বাদ CBI-এর তালিকা থেকে। নারদাকাণ্ডে ১১ জন অভিযুক্ত বিধায়ক, সাংসদকে সময় সিবিআই-এর। চমকপ্রদ ভাবে মুকুলের নাম বাদ দিয়েই প্রত্যেকের কাছে নোটিস পাঠানো হয়েছে বলে সুত্রের খবর।
জানাযায় আগামী সপ্তাহের মধ্যেই প্রত্যেককে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারী দল। এই তালিকায় নাম রয়েছে কাকলি ঘোষ দস্তিদার, সুব্রত মুখোপাধ্যায়দের। তাঁদের বয়ান রেকর্ড করবে সিবিআই। প্রয়োজনে ম্যাথু স্যামুয়েলের সামনে বসিয়েও জেরা করা হতে পারে বলে সূত্রের খবর।