|
---|
নিজস্ব প্রতিনিধি : আজ থেকে আমাদের শহর কলকাতার বুকে টহলদারি ব্যবস্থায় নবতম সংযোজন আনলো কলকাতা পুলিশ বিভাগ। আজ বিকেলে লালবাজার থেকে যাত্রা শুরু হল ৫৮ টি Mahindra TUV 300 গাড়ির। শহরের গলি থেকে রাজপথে অনায়াস যাতায়াতের উপযোগী এবং অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা সম্বলিত এই গাড়িগুলির। যাত্রার শুভ সূচনা করলেন কলকাতার মাননীয় নগরপাল শ্রী অনুজ শর্মা।
টহলদারি ব্যবস্থায় এই নয়া সংযোজন শহরের সুরক্ষা ব্যবস্থাকে আরও দৃঢ় এবং মজবুত করবে বলে কলকাতা পুলিশের স্থির বিশ্বাস।