অধীর দূর্গ বহরমপুর পৌরসভা এবার তৃণমূল কংগ্রেসের দখলে

সামিম হোসেন,বহরমপুর : কয়েক দশক ধরে বহরমপুর পৌরসভা কংগ্রেসের দখলে ছিলো। ২০১৮সালে বহরমপুর পৌরসভার পালাবদল হয় ,তখন কগ্রেসের পুরপ্রধান সহ একাধিক নেতা সদস্য তৃণমূলে যোগদান করেন।আবার ২০২১ সালে বিধানসভা ভোটে জয়ী বিজেপি প্রার্থী। বহরমপুর পৌরসভায় ২৮টি ওয়ার্ডের মধ্যে ২২ টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে আর 6টি ওয়ার্ডে কগ্রেস জয়ী হয়।কগ্রেসের দাবি ছিলো তৃণমূল কংগ্রেস ও বিজেপি বহরমপুর পৌরসভায় সরাসরি ভোটে কখনোই জয়ী হয়নি। এক কথায় বহরমপুর পৌরসভা অধীর দুর্গ হিসেবেই পরিচিত ছিল।বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নাড়ুগোপাল মুখার্জী বলেন “আমরা টিম হয়ে মানুষের জন্য কাজ করেছি আর মুখ্যমন্ত্রীর উন্নয়ন মূলক কাজগুলো মানুষের ঘরে পৌঁছে দেওয়ার কাজ করেছি।অধীর বাবুর যে ভয় ভীতির রাজনীতি দীর্ঘদিন ধরে প্রদর্শন করে গেছেন সেটাকে উপেক্ষা করে লড়াইটা কঠিন ছিলো। এই জয়লাভের ফলে আমরা খুবই আনন্দিত। বহরমপুরবাসীরা যেভাবে উন্নয়নের পাশে এসে দাঁড়িয়ে আমাদেরকে ভোট দিয়েছে তার জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আগামী দিনে মানুষের হয়ে আরও কাজ করবো।”

    মুর্শিদাবাদ তৃণমূল জেলা সভাপতি শাওনি সিংহ রায় বলেন , “এই জয় দিদির কন্যাশ্রীর জয়। তাই এই জেলার 5 টা পৌরসভার জয় আমি দিদির পায়ে সমর্পণ করছি। আমি আমার কর্মীদের ও নেতৃত্বদের কাছে কৃতজ্ঞ। কারণ তাদের সকলের সহযোগিতা না থাকলে এই জয় সম্ভব হতো না। এই জয়ের ফলে একটা দীর্ঘদিনের দাদাগিরির অবসান ঘটলো। কংগ্রেস কুপোকাত হয়েছিলো বিধানসভায়,আর এই ভোটে বিজেপি কুপোকাত হলো।তিনি আরও বলেন এই জয় তিনি দিদি মমতা ব্যানার্জি ও সাধারণ কর্মীদের উৎসর্গ করলেন।”
    সেখানে উপস্থিত ছিলেন ১৯ ও ২৮নং ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর ভীষ্মদেব কর্মকার ,আবুল কাওসার ও আরও অনান্য বিজয়ী কাউন্সিলরগণ।